সিলেট স্টেডিয়ামে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল, আজ থেকে মিলবে টিকিট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৩:৩৮ অপরাহ্ন
লবীব আহমদ : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দামামা বাজতে শুরু করেছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে শুরু হবে টুর্নামেন্টের ১২ তম আসর। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এই মূল্যে শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড গ্যালারির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা ও ক্লাব হাউজ (আপার) ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ২ হাজার টাকা।
টিকিটের জন্য ভিজিট করতে হবে- www.gobcbticket.com.bd ওয়েবসাইটে। অফলাইনে কোনো টিকিট বিক্রি করা হবে না। আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব।



