ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ৭:২৮:২০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জিন্দাবাজার পয়েন্ট ঘুরে আবার শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের এই ঘটনা যারা সেপোটাইজ করতে চাচ্ছে, তাদের এই চেষ্টা বৃথা যাবে। আজাদীর লড়াই চলবে এবং বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা আপনি ভন্ডামী ছেড়ে কারা আপনাকে জুজুর ভয় দেখাচ্ছে, আপনি এটা জাতির কাছে প্রকাশ করুন এবং খুনীদের জীবিত অবস্থায় আইনের আওতায় নিয়ে আসুন। এতে জাতি আপনাকে আজীবন মনে রাখবে। অন্যথায় এই জাতি সারাজীবন আপনাকে ঘৃণা এবং অভিশাপ দিবে।
এসময় তারা ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবী বাস্তবায়নের কথাও বলেন। তা হলো- দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে; সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে।
এসময় ইনকিলাব মঞ্চ সিলেটের মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষক জিয়াদুল ইসলাম মনি, আপ বাংলাদেশ সিলেটের রিয়াজ উদ্দিন মিরাজ, রেদ্বওয়ান, ইনকিলাব মঞ্চের শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়েব আহমেদ, ইনকিলাব মঞ্চ সিলেটের রাকিবুত তাওহীদ ওয়াফি, মহররম, মুদ্রা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।




