জকিগঞ্জে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও খতিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৪:৩৯:৫৯ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে তারা মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। বিশেষ করে মক্তব শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে, যা একটি সুস্থ ও আদর্শ সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখে।
গতকাল সোমবার জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণকালে ইমাম ও খতিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসক ইমাম-খতিবদের সমাজ সংস্কারে আরও সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান এবং তাদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সকাল ১০টায় জেলা প্রশাসক জকিগঞ্জ উপজেলায় পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ। পরে তিনি উপজেলা প্রশাসনের দপ্তরপ্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্মিত ছাদ বাগান উদ্বোধন করেন এবং সেখানে আয়োজিত মোনাজাতে অংশ নেন। পরে তিনি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় তিনি হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা, রোগীদের চিকিৎসা কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি ঘুরে দেখেন। হাসপাতাল ভবনে বেসরকারি এনজিও সংস্থা ‘প্রজন্ম’-এর কার্যক্রম ও টিকাদান কার্যক্রম বিষয়ে সরকারের সঙ্গে কোনো চুক্তি রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। একই সঙ্গে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া জকিগঞ্জ উপজেলার ৬৪০ জন ব্যক্তির তালিকা দ্রুত দাখিলের নির্দেশ প্রদান করেন।
দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন জেলা প্রশাসক। এদিন জেলা প্রশাসক জুলাই আন্দোলনে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ ও দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ক্ষুদ্রঋণের চেক হস্তাস্তর করেন।
এছাড়াও তিনি জকিগঞ্জ পৌরসভা ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি জকিগঞ্জ থানা ও কাস্টমঘাট পরিদর্শন করেন এবং পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করেন। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক নদী ভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে মাল্টা বাগান পরিদর্শন করে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে উৎসাহ প্রদান করেন।
এছাড়াও তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। দিনের শেষভাগে জেলা প্রশাসক ভার্মি কম্পোস্ট প্রকল্প পরিদর্শন করেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কার্যক্রম ঘুরে দেখেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুফতি আবুল হাছান, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, কোষাধ্যক্ষ কে. মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।




