'দুই প্রতিষ্ঠানের পেশাগত মতবিনিময় রোগীসেবাকে আরও শক্তিশালী করবে'
কিডনি ফাউন্ডেশন পরিদর্শনে ওসমানীর নেফ্রোলজি চিকিৎসকরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৪:৫০:০৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সকল চিকিৎসক কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেছেন। গতকাল সোমবার তারা হাসপাতালটি পরিদর্শনে আসেন এবং সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
পরিদর্শনকারী চিকিৎসকবৃন্দ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কিডনি চিকিৎসা, ডায়ালাইসিস সেবা ও রোগীবান্ধব কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
তারা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, চিকিৎসাসেবার আরো মানোন্নয়ন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও পেশাগত মতবিনিময় রোগীসেবাকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন-ডাঃ ধ্রুব দাস, ডাঃ আলমগীর চৌধুরী, ডাঃ শুভার্থী কর, ডাঃ সৈয়দ আলমগীর সাফওয়াত (গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট), ডাঃ অভি আহমদ (সার্জারি), ডাঃ গোলাম আকবর, ডাঃ ইসতিয়াজ হোসেন চৌধুরী, ডাঃ সাইফুল ইসলাম শফি, ডাঃ নজমুস সাকিব।
এসময় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে ডাঃ এম এ মজিদ, জুবায়ের আহমদ চৌধুরী (ডিরেক্টর ফিন্যান্স), ডাঃ কাজি মুশফিক আহমদ, ডাঃ ফাতেমা খানমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সকল চিকিৎসকদের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।



