দত্তরাইল মহিলা মাদরাসায় খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৮:০৮:৫৩ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিৎ। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যারা জাড়িত তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন। তাদেরকে আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোলাপগঞ্জের দত্তরাইলে অবস্থিত ‘হযরত মাদারি শাহ (রাহ.) মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া দারুল হাদিস’-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামানায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন- মহিলা মাদরাসায় পড়ে একেকজন মা-বোন পরিবার পড়ার কারিগর হয়ে উঠেন। তারা সুসন্তান তৈরির আসল কারিগর। মহিলাদের শিক্ষাব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ তাঁকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। আর দেশনায়ক তারেক রহমানকে যেন সহিসালামতে ২৫ ডিসেম্বর আমাদের মাঝে পৌঁছে দিন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি-এর সদস্যসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, মাদরাসার সুরা ও আমেলা কমিটির সদস্য এনাম আহমদ ও কামরান উদ্দিন বাদল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদ লায়েছ আহমদ,
মাদরাসার শিক্ষাসচিব মাওলানা শিহাব উদ্দিন, সহ-শিক্ষাসচিব মাওলানা ইবরাহিম, শিক্ষক মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মাহমুদুল হক, মাওলানা নিজাম উদ্দিন এবং মাওলানা কামাল উদ্দিন।
আলোচনা শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন। -বিজ্ঞপ্তি



