১১ জানুয়ারি সৈয়দপুর দারুল হাদিস বালিকা মাদরাসার বার্ষিক মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:০০:১২ অপরাহ্ন
আগামী ১১ জানুয়ারি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলকে সামনে রেখে গতকাল শনিবার মাদরাসার ৩৭ তম বার্ষিক মজলিসে শুরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম শায়খে সৈয়দপুরীর সভাপতিত্বে ও নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা খালেদ সাইফুল্লা সাদী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মাদরাসার মুহতামিম সৈয়দ মুমিন আহমদ মবনু। প্রতিবেদনের উপর আলোচনা শেষে মজলিসে শুরার সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে তা গৃহীত বলে ঘোষণা করেন। এরপর শিক্ষাসচিব মাওলানা শেখ বিলাল আহমদ শিক্ষা রিপোর্ট ও অডিটরদের পক্ষে মাওলানা সৈয়দ ছয়ফুদ্দিন আহমদ অডিট রিপোর্ট উপস্থাপন করেন। উভয় রিপোর্টই উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
মজলিসে শুরায় মাদরাসা পরিচালনার জন্য ২০২৬ অর্থবছরের ত্রিশ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হলে সেটা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মজলিসে শুরার সহসভাপতি মাওলানা সৈয়দ আবু আলী, শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, অডিটর হাজী সৈয়দ খয়রুল ইসলাম, শুরা সদস্য মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, হাফিজ সৈয়দ তসলিম আহমদ, সৈয়দ ছইদ আহমদ, মো. সিরাজুল ইসলাম নানু মিয়া, হাজী শেখ হরুফ মিয়া, সৈয়দ নুর আহমদ, সৈয়দ আকবর আলী, হাফিজ সৈয়দ আবছার আহমদ, সৈয়দ রিপন মিয়া, সৈয়দ আব্দুল খালিক, সৈয়দ হিলাল আহমদ, মল্লিক ফখরুল ইসলাম, মো. আব্দুল হামিদ, সৈয়দ দিদার আহমদ, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা জালাল আহমদ, মাওলানা কাওছার উদ্দিন, সৈয়দ জুয়েল মিয়া, মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সৈয়দ রুকন মিয়া, মাওলানা সৈয়দ মারজান আহমদ, মাওলানা হাবিব সালেহ, মাওলানা শামসুজ্জামান, সৈয়দ সাবাজ মিয়া, মাওলানা আবু জাফর জাকারিয়া, সাইয়্যিদ মাসুদ আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি



