ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন
প্রাতিষ্ঠানিক উন্নয়নে পেশাদারদের মিলনমেলা গুরুত্বপূর্ণ : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৩:৪৭:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : কুলাউড়াস্থ ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেছেন, ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এ অঞ্চলের শিক্ষা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চেয়ারম্যান ও ফাউন্ডার ইউকে প্রবাসী সিরাজুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রফেশনাল গেট টুগেদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের ভাইস প্রিন্সিপাল মো. সিতাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স’র টি.এইচ.ও মো: জাকির হোসেন, জিপিএইচ ইস্পাত কোম্পানির জেনারেল ম্যানেজার এনামুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহ-সভাপতি শাহিন আহমদ খাঁন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা: মো: ময়নুল ইসলাম, প্রতিষ্ঠানের ভূমিদাতা আব্দুল বারি, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান রাজা।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বজলুল হক ও আব্দুল কাইয়ুম, রুপালী ব্যাংকের ম্যানেজার মো: ইকবাল হোসাইন, ইয়াকুব তাজুল মহিলা কলেজের শিক্ষক ও লেখক মো. খালিক উদ্দিন, প্রতিষ্ঠানের পরিচালক এটিএম সোলেমান ও লুৎফুর রহমান কয়েছসহ উপজেলার মাধ্যমিক ও প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, ব্যাংকার, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষ।




