চিন্তামনি দাওয়াতুল ঈমান মাদরাসার বার্ষিক মাহফিল বৃহস্পতিবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:০৫:০২ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া চিন্তামনি বাজার দাওয়াতুল ঈমান মাদরাসার ৪র্থ বার্ষিক মাহফিল ও আকর্ষণীয় শিশুকিশোর প্রতিযোগিতা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহাদ্দিস মুফতি আতাউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কলকাতার মাদরাসায়ে দারুল উলূম শালপুকুরের মুফতি আসমত গায়েন ক্বাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মারকাজ মসজিদ লন্ডনের খতিব হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম।
নসিহত পেশ করবেন- জামিয়া হোসানিয়া গহরপুর মাদরাসার প্রধান মুফতি মো. আব্দুল্লাহ, খাগদিওর জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, জামিয়া দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান, দারুল কুরআন দয়ামীর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হোসাইন দেওবন্দী, নাজিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইবাদুর রহমান, জামিয়া দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস আব্দুল মতিন বাহুবলী।
তেলাওয়াত ও নাশিদ পরিবেশন করবেন হাফিজ ক্বারী মো. ফয়ছল আহমদ, সিলেট ও মাওলানা আবিদুর রহমান খান। এছাড়াও দেশবরেণ্য উলামা মাশায়েখ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা ইয়াহইয়া খান। -বিজ্ঞপ্তি



