সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির সমন্বয়ক কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:৪৫:২৬ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। চিঠির সূত্র নম্বর: বিএনপি/সাধারণ/৭৭/০৭/২০২৬।
চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিলেট জেলাধীন সকল সংসদীয় আসনে নির্দেশক্রমে জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দল আশা প্রকাশ করে যে, তিনি সিলেট জেলার সকল নির্বাচনী আসনে সমন্বয়ক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।



