বিয়ানীবাজারে মসজিদের পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১:০০:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজারে মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের মসজিদের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। গতকাল সোমবার দুপুরে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে এ দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে তারা ঘরে না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খুঁজতে গিয়ে বাড়ির পাশের মসজিদের পুকুরে তাদের দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। দুই শিশুর মৃত্যুর এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর মসজিদের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।