একমাত্র মেয়েকে বিয়ে দিতে এসে গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৫, ২:৩০:৩২ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : একমাত্র মেয়েকে বিয়ে দিতেই ছুটিতে দেশে এসে বজ্রপাতে জীবন মিয়া নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান। নিহত জীবন মিয়া (৪৫) গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ পান্তুমাই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার এসআই ও পশ্চিম জাফলং ইউনিয়নের বিট অফিসার তরিকুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, দুই মাস আগে জীবন মিয়া তার একমাত্র মেয়েকে বিয়ে দিতেই চার মাসের ছুটিতে দুবাই থেকে দেশে আসেন। গত রোববার তার মেয়েকে বিয়ে দিয়েছেন। জীবন মিয়া গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার আত্মীয়স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন।
পারিবারিক সূত্রের বরাতে তিনি আরোও জানান, দীর্ঘদিন থেকে তিনি প্রবাসে ছিলেন। তার কোন ছেলে সন্তান নেই একটি মাত্র মেয়ে। মূলত মেয়েকে বিয়ে দিতেই চার মাসের ছুটিতে দেশে আসেন। গত রোববার একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।