গোলাপগঞ্জের আলোচিত রনি হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২:০২ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে আলোচিত যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। আজ শনিবার দুপুরে গোলাপগঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রনির বড় ভাই বাহার উদ্দিন বলেন, রনি হত্যার প্রধান আসামি রাজু লাইভে এসে প্রাকাশ্যে বক্তব্য দিচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসছে না এবং আমরা গোলাপগঞ্জ মডেল থানার ওসির সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না। আমি আজকের সংবাদ সম্মেলন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছে এই সময়ের মধ্যে যদি আসামি গ্রেফতার না করা হয়, এলাকাবাসীকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। তিনি আরো বলেন আমার ভাই হত্যার বিচার পেতে গোলাপগঞ্জের সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
এ সময় পরিবারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিহত রনির মা রাসনা বেগম,সুমন আহমদ,কাওছার আহমদ,ফয়সাল আহমদ,আজিজ আহমদ প্রমুখ।
উল্লেখ্য ১০ ( আগস্ট) গোলাপগঞ্জে ফেসবুকে পোস্টের জেরে যুবদল নেতার হাতে রনি হোসাইন পৌর শহরের কদম গাছের তল নামক স্থানে খুন হন। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর গুরুতর আহত রনিকে তার স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে এ সময় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। পরের দিন নিহত রনির ভাই বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।