সিলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন
প্রবাসীরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে- জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭:২০ অপরাহ্ন
সিলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে রেমিট্যান্স। কাজেই প্রবাসীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। বিদেশে গিয়ে হয়রানি থেকে বাঁচতে দক্ষতা অর্জন করতে হবে। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে একইসাথে কাজ পাওয়া সহজ হয় এবং উপার্জনও বৃদ্ধি পায়। তিনি বলেন, বৈধ পথে না গিয়ে যারা দালালের মাধ্যমে বিদেশ গমন করেন তারাই বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হোন এবং সর্বস্বান্ত হয়ে দেশে ফেরত আসেন। তাই দালালের চক্করে না পড়ে যথাযথ আইন মেনে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।
বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অর্থনীতির জন্য রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠালে তা দেশের কোন কাজে আসে না। তাছাড়া হুন্ডিতে টাকা পাঠানো খুবই ঝুঁকিপূর্ণ। তাই সকলের প্রতি তিনি বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশ থেকে অর্থ প্রেরণের আহ্বান জানান। এসময় তিনি বিদেশে গিয়ে যেকোনো অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে প্রবাসীদের প্রতি পরামর্শ দেন।
এ আলোচনা সভায় প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সদস্য, বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
এছাড়া আগামী ২৩ ডিসেম্বর বিভিন্ন সেক্টরে অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ টি ক্যাটাগরিতে প্রবাসীদের সম্মাননা প্রদান করা হবে।




