তাহিরপুরে সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:৩৪:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়ায় বাড়িতে হামলা চালিয়ে সোনা মিয়াকে হত্যাকান্ডের ঘটনায় ৬ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। সিলেট র্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল গতকাল রোববার বেলা ১১টায় সুনামগঞ্জ সদরের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, শাহ জাহান (৩৬), মোঃ বিল্লাল মিয়া (৩৪), জহুর মিয়া (৪২) ও মোহাম্মদ আলী। তারা সকলেই হলহলিয়া গ্রামের বাসিন্দা। পরে র্যাব তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর এক অভিযানে আরো দুই ্আসামী শাহ করিম (৩৪) ও আল আমিন (৩২) কে গ্রেফতার করে মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সোনা মিয়ার ছেলে আব্দুর রহমানের নিকট নজির হোসেন তার পাওনা ১৫০০ টাকা নেওয়ার জন্য গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে আব্দুর রহমানের বাড়িতে যায়। আব্দুর রহমানের সাথে কথা কাটাকাটি করে চলে যান নজির হোসেন। এরই জের ধরে পরদিন ২২ সেপ্টেম্বর নজির হোসেন দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, লোহার রড, কাঠের রোল, কিরিচ নিয়ে ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। সোনা মিয়া তাদের গালিগালাজের প্রতিবাদ করায় আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের মাথায়, ডান পায়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। পরবর্তীতে ভিকটিম ও বাড়ির লোকজনদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে আসামীরা ভিকটিম ও তার ছেলে আব্দুর রহমানকে খুন করার হুমকি দিয়ে চলে যান। পরে উপস্থিত লোকজন ভিকটিমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর ভিকটিমের মৃত্যু হয়। এঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে ৬ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




