শ্রীমঙ্গল ও জুড়ীতে ১৭ রোহিঙ্গা নারী-পুরুষ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৭:০৪:০৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল ও জুড়ী থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জুড়ী থেকে ১৭ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে। গতকাল রোববার পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করা হয়। পুলিশের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শ্রীমঙ্গল থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার সহিদুল হক মুন্সীর বরাত দিয়ে জানান, গতকাল সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আসার পথে এনা পরিবহনের একটি বাস থেকে ১৬ জন রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে (ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) মৌলভীবাজার আসার পথে সেই গাড়িতে থাকা কিছু যাত্রীকে তার রোহিঙ্গা হিসাবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করেন। পরবর্তীতে মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানান। এ প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ সকাল ৭টায় চৌহমুনা এলাকায় এনা পরিবহন থেকে তাদের আটক করেন। পরবর্তীতে এসআই জাকির হোসেন আটক রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে। আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল বলে পুলিশ ধারণা করছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার জানান, রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, জুড়ী থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গতকাল ভোরে কচুরগুল নালাপুঞ্জি সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের তৎপরতায় ১ রোহিঙ্গাসহ ৮ জনকে আটক করে বিজিবির মাধ্যমে থানা পুলিশে দিয়েছে জনতা। আটককৃত রোহিঙ্গা কক্সবাজার কুতুপালং ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে শরীফ হোসেন (২২)। ওই ব্যক্তি কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আগরতলায় যায়। সেখান থেকে দিল্লি যাওয়ার পথে বিএসএফ তাকে আটক করে। রোহিঙ্গার সাথে থাকা অপর ৭ জন চট্টগ্রামের বাসিন্দা।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় জনতা ১ রোহিঙ্গাসহ ৮ জনকে আটক করে বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করে। ইতোপূর্বে আরো ৮ রোহিঙ্গা জুড়ীতে আটক হয়েছে। আটক রোহিঙ্গার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাংলাদেশীদের সম্পর্কে যাচাই বাছাই চলছে।