কুলাউড়ার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: আটক ৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:০০:৪৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। গত রোববার রাতে উপজেলার শরীফপুরের লালারচক সীমান্ত থেকে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। গতকাল সোমবার আটককৃতদের কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে অনুপ্রবেশের চেষ্টাকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে কেউই বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। তাদেরকে সোমবার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককদের মধ্যে ৮ জন মৌলভীবাজার ও ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তারা হলেন- ভানুমাসু দাস, নীলারানি মাশুদাস, শংকর পাল, শিল্পী পাল, রূপা পাল, রিতু পাল, শুকলা রানী দাস, সুবল পাল ও সুমিরানী নাথ। কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।