জিন্দাবাজার থেকে নারী পকেটমার আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:০৩:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার থেকে এক নারী পকেটমারকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এক মাহিলার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন পকেটমার ওই নারী। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, জিজ্ঞাসাবাদে ওই নারীর নাম পপি বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা জানান, প্রায় সময় ওই নারীকে জিন্দাবাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়।