কোম্পানীগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষে যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:০৭:১৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত মুহিবুর রহমান রুবেল (৩১) উপজেলার পুরান বালুচর গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গত রোববার বিকেল ৫টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মুহিবুর রহমান রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুজন যাত্রীসহ টুকেরবাজার থেকে দয়ারবাজার যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে, রুবেলসহ আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মুহিবুর রহমান রুবেল মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী।