লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের সাথে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৬:৪৭:০৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এমিরেটস ও দিল্লি ইউনিভার্সিটির রবীন্দ্র অধ্যাপক এবং বিশিষ্ট কবি ড. তপোধীর ভট্টাচার্য্য।
গতকাল মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা লিডিং ইউনিভার্সিটির একাডেমিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। তিনি লিডিং ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা চুক্তির ইচ্ছা প্রকাশ করেন এবং লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এতে সম্মতি প্রদান করেন।
সাক্ষাৎকালে তাঁর স্ত্রী ড. স্বপ্না ভট্টাচার্য্য, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ এবং স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাশ উপস্থিত ছিলেন।