জাউয়াবাজারে ১৯ কৃষকের মধ্যে জনতা ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৭:১৯:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকারদের সর্বদা কৃষকদের পাশে থাকতে হবে। কৃষকরা যাতে সময়মতো সহজে কৃষিঋণ পেতে পারেন; সেদিকে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনতা ব্যাংক লিমিটেড, জাউয়াবাজার শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জাউয়াবাজার সংলগ্ন মাঠে জনতা ব্যাংক লিমিটেড, সুনামগঞ্জ এরিয়া অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ার আল রশিদ এর সভাপতিত্বে ও জাউয়াবাজার শাখার ম্যানেজার আমিনুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ ও জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মনির আহমদ। অনুষ্ঠানে ১৯ জন কৃষকের মধ্যে মোট ৮ লক্ষ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। একজন কৃষককে তাঁদের প্রাপ্যতা অনুসারে ২০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত ঋণের টাকা নগদে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ বলেন, সরকারের নির্দেশনায় জনতা ব্যাংক লিমিটেড তাঁদের হিসাবধারীদের আমানতের টাকা কৃষকদের ঋণ দিয়েছেন। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে এটা ঋণ, অনুদান নয়। সময়মতো ফেরত দিলে ভবিষ্যতে আরো বড় অংকের ঋণ পাওয়া যাবে। তিনি চলমান ঋণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ৪% হারে কৃষিঋণ ও আমদানি বিকল্প তৈল ও মসলা জাতীয় ফসল উৎপাদনে ঋণ বিতরণ করতে জনতা ব্যাংক কর্মকর্তাদের আহবান জানান। কৃষকদের পক্ষ থেকে দুজন ঋণগ্রহীতা বক্তব্য রাখেন। তাঁরা কোন ধরনের হয়রানি ও অতিরিক্ত খরচ ছাড়া ঋণ পেয়েছেন বলে বক্তব্যে জানান।