জুড়ীতে টিলাকাটার দায়ে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৭:২৭:০৬ অপরাহ্ন

জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর কুচাইতল এলাকায় টিলা কাটার দায়ে সুরুজ আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের উত্তর কুচাইতল এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী এ অভিযান চালান।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কুচাইতল এলাকার বাসিন্দা সুরুজ আলী তিন-চার দিন ধরে নিজের মালিকানাধীন একটি টিলার মাটি শ্রমিকদের দিয়ে কাটাচ্ছিলেন। বসতঘর নির্মাণের জন্য স্থানটি সমান করতে টিলাটি কাটা হচ্ছিল।
খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুড়ী থানার পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল। অভিযানে টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে রতন কুমার অধিকারী মুঠোফোনে বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, চাবাগান, পাহাড় বা টিলার ক্ষতি হতে পারে এমন স্থানে মাটি কাটা নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করে তা আদায় করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আর টিলা কাটবে না বলে মালিকপক্ষ লিখিত মুচলেকাও দিয়েছে।