ফেঞ্চুগঞ্জে মেছো বাঘের আক্রমণে বৃদ্ধ আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৬:০৩:১১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জে মেছোবাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন লেজু মিয়া (৭০) নামে একবৃদ্ধ। গতকাল বুধবার ভোরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ধারন গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী জানান, ধারণ গাজীপুর গ্রামের লেজু মিয়া ফজরের নামাজ পড়তে পুকুরঘাটে ওজু করতে আসেন। এ সময় মেছোবাঘ লেজু মিয়াকে আক্রমণ করে ঝাঁপটে ধরে। লেজু মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাঘটিকে মেরে ফেলে। আহত লেজু মিয়াকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।