স্বামীর মৃত্যুর খবরে ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৬:০৩:৪৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়ার (৮০) মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। গতকাল বুধবার সকাল ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়া। এরপর বেলা ১২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামে মারা যান আনোয়ারা বেগম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মাগরিবের নামাজের পর হাসিনাবাদ গ্রামে দু’জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবর স্থানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়।