শব্দ দূষণ বিরোধী অভিযানে ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৬:৪৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযানে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়েছে। সেই সাথে ৫৫টি হাইড্রোলিক হর্ন জব্ধ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কের বাইপাস মোড়ে এ অভিযান চালানো হয়।
শব্দদূষণ রোধে অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩১ যানবাহনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৫৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি ৮(২) লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন শব্দদূষণবিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর, পরিদর্শক মো. মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহায়তা দেন আনসার সদস্য ও বিআরটিসির সিলেটের প্রতিনিধিরা।