চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের
দুদিনব্যাপী পুনর্মিলনী সিলেটে শুরু হচ্ছে আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:০৯:২২ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৪তম ব্যাচের (১৯৮৮-৮৯ সেশন) দুদিনব্যাপী ৮ম পুনর্মিলনী অনুষ্ঠান আজ শুক্রবার সিলেটে উদ্বোধন হচ্ছে। বিকেল ৩টায় শাবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ পুনর্মিলনীর উদ্বোধন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পুনর্মিলনীতে ওই ব্যাচের প্রায় সাড়ে চারশ’ শিক্ষার্থী অংশ নেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
৮ম পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া ও উদযাপন পরিষদের সদস্য সচিব ও রাষ্ট্রায়ত্ব সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: মহিবুল ইসলাম ফারুক পুনর্মিলনী সফলে সকলের সহযোগিতা কামনা করেছেন।