সিলেট জেলা ও মহানগর বিএনপির গণমিছিল কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:১০:১১ অপরাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে গণমিছিলের আয়োজন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আগামীকাল শনিবার দুপুর ১২ টায় সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি, মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিজ্ঞপ্তি