নয়া কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রলীগের পৃথক আনন্দ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:১৩:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’কে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে পৃথক আনন্দ মিছিল বের করা হয়েছে।
জেলা ছাত্রলীগ: কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত শীর্ষ দু’নেতাকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে গতকাল নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। স্থানীয় কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক পথসভা বের হয়।
পথসভায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, আগামীর সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।
সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, সিলেটে দেশবিরোধী কোনো শক্তি নৈরাজ্য করতে চাইলে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।
মহানগর ছাত্রলীগ: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’কে স্বাগত জানিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এর নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ বলেন, নতুন কেন্দ্রীয় কমিটি হওয়ায় সিলেট মহানগর ছাত্রলীগ আনন্দিত ও উচ্ছ্বসিত। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। আমরা আশাবাদী ছাত্রলীগের নতুন কমিটি গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। বিজ্ঞপ্তি