দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:১৬:৪৮ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥সিলেট কোর্টের সাবেক জিপি এডভোকেট কে এম এম জালাল এর মেয়ে আদিবা তাহমি গতকাল বৃহস্পতিবার রাত দশটায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর। সে সিলেট নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর ছাত্রী ছিল। মরহুমার জানাজার নামাজ আজ বাদ জুমা হযরত শাহজালাল (রঃ) মসজিদে অনুষ্ঠিত হবে এবং মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার বাবা এডভোকেট কে এম এম জালাল তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।