মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত ॥ আহত ৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:২৩:১৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় অটোরিক্সা সিএনজি উল্টে শশী সবর (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার সুরমা চা বাগান ১০ নং ডিভিশনের মৃত শম্ভু সবরের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার তেলিয়াপাড়ার হৃদয় মিয়া (২৫), সন্তোষ সবর (২৫), দিলীপ সবর (২৮), শাহপুর গ্রামের ফজলু মিয়া (৫০) ও পাশর্^বর্তী বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের মঞ্জিল মিয়া (৪০)। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।