বিশ্বম্ভরপুর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে —- পীর ফজলুর রহমান মিসবাহ এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:৪০:৪৬ অপরাহ্ন

বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ১ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহেল মারুফ ফারুকী হাসপাতালের জরুরি বিভাগের অগ্রগতি ও বহির্বিভাগ কার্যক্রমের অগ্রগতি, আন্ত: বিভাগ কার্যক্রম, অপারেশন থিয়েটার চালুকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও স্টাফ রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনায় বিশ্বম্ভরপুর হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা আন্তরিকভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। বিগত বন্যায় হাসপাতালে বন্যার্তদের আশ্রয় ও বিভিন্নভাবে সেবা দিয়েছেন। এজন্য তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেন। বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। তিনি হাসপাতালের নানা বিষয় নিয়ে কথা বলেন এবং যে সব সমস্যা রয়েছে তা নিরসনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সভা শেষে তিনি পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে একটি ফলের চারা রোপণ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, থানার অফিসার ইনচার্জ, মো: ইকবাল হোসেন, মেডিকেল অফিসার, ডা: রমজানুল হোক অপু, ডা: নিশিত রায়হান অনন্যা, পলাশ ইউনিয়নের চেয়ারম্যান. মো: সুহেল আহমদ, জাতীয় সংসদ সদস্যের পিএস সুমিত চৌধুরী সন্তো, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণসহ কমিটির সদস্যবৃন্দ।