জমি নিয়ে বিরোধের জের
কোম্পানীগঞ্জে ভাতিজার হাতের কব্জি কেটে নিলেন চাচা, আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৬:৪৬:৫৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হেলাল আহমদ (৩৫) নামে এক ব্যক্তির ডান হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় হেলালকে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন প্লাস্টিক ইন্সটিটিউটে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
জানা গেছে, কাঁঠালবাড়ি গ্রামের জসিম উদ্দিনের সাথে তার আপন ভাই হাসান মিয়া, খুরশিদ মিয়া, তারা মিয়া ও ইছাক মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সোমবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করছিলেন জসিম উদ্দিনের ছেলে হেলাল, ইসলাম উদ্দিন ও সাগর। খবর পেয়ে জমি থেকে হেলালদের তাড়িয়ে দেয় চাচারা। এর কিছুক্ষণ পর হেলালের ওপর অতর্কিত হামলা চালায় চাচা হাসান ও তার সহযোগী ১০-১২ জন। তারা এলোপাতাড়ি পিটিয়ে হেলালকে গুরুতর জখম করে। চাচা হাসান তার ডান হাতের কব্জি হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে এগিয়ে আসেন হেলালের ভাই ইসলাম উদ্দিন ও সাগর, বোন লাকী আক্তার ও তাদের বৃদ্ধ পিতা জসিম উদ্দিন। হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ইসলাম উদ্দিন ও সাগরকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জসিম উদ্দিন (৭০) জানান, আমার ভাইদের সাথে ৪৫ শতক জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। সোমবার জমিতে আমার ছেলেরা চাষাবাদ করতে গেলে ভাইয়েরা বাঁধা দেয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ছেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। এরা আমার বড় ছেলের ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
ঘটনার পর পরই হামলাকারীরা আত্মগোপনে চলে যাওয়ায় অভিযুক্ত হাসান ও তার সহযোগী কারও বক্তব্য পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, আপন চাচা তার ভাতিজার হাতের কব্জি কর্তন করেছে। পুলিশ খুরশিদ ও তারা মিয়া নামে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তÍুতি চলছে।