রাজধানীতে আ’লীগ-বিএনপিকে একই শর্তে সমাবেশের অনুমতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৪:০৮:৪৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : আওয়ামী লীগ ও বিএনপিকে এক ও অভিন্ন শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
আজ বুধবার বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।
একই দিন পাল্টা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, শর্তসাপেক্ষে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দুই দলের জন্যই অভিন্ন শর্ত থাকছে।
খন্দকার গোলাম ফারুক বলেন, জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। যানজট তৈরি করা যাবে না। এমন কিছু শর্তে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সমাবেশের নামে কোনো বেআইনি কার্যকলাপ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।