মেরিন একাডেমি সিলেট থেকে গ্র্যাজুয়েশন নিলেন ৬৭ ক্যাডেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৪:৪০:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট এর ২য় ব্যাচ গ্র্যাজুয়েশন প্যারেড সম্পন্ন হয়েছে গতকাল রোববার। এই একাডেমি থেকে ৬৭ জন ক্যাডেট দুই বছর মেয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
মেরিন একাডেমি ক্যাম্পাসে গ্র্যাজুয়েশন প্যারেডে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল ক্যাডেটদের এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগ ও চিন্তাচেতনার প্রতিফলন হিসেবে বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট প্রতিষ্ঠিত হয়। এই একাডেমি থেকে গ্র্যাজুয়েশন প্রাপ্ত ৬৭ জন ক্যাডেট দেশী-বিদেশী সমুদ্রগামী জাহাজে যোগদান করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখবেন।
তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, দেশের জনগণের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকবে। নৌপরিবহন সেক্টরের ঐতিহ্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিকমানের দক্ষ মেরিনার হিসেবে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার পাশাপাশি অর্থনৈতিক কাঠামো স্থিতিশীলতা আনয়নে শক্ত ভূমিকা পালনে ভূমিকা রাখার আহবান জানান তিনি। পরে প্রধান অতিথি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট এর কমান্ড্যান্ট নৌ-প্রকৗশলী মো. হুমায়ুন কবীর।