সিলেটে বিপিএল -এর টিকেট বিক্রি শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৪:৫০:৫২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : রংপুর ও খুলনার ম্যাচ দিয়ে আগামীকাল শুক্রবার বিপিএল দশম আসর এর সিলেট পর্ব শুরু হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বেলা ২টায় ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সিলেট পর্বের খেলার টিকেট বিক্রি গতকাল বুধবার শুরু হয়েছে।
তবে সিলেট পর্বের টিকিট বিক্রিতে কালোবাজারী করার অভিযোগ উঠেছে। ভিক্ষুক ও বয়স্ক মহিলাদের লাইনে দাঁড় করিয়ে টিকেট হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন টিকেট ক্রয় করতে আসা ক্রীড়ামোদীরা।
নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। শুক্রবারের ম্যাচের টিকিট কিনতে আসা মানুষ সকাল থেকেই বুথের সামনে ভিড় করেন। টিকিট বিক্রি শুরুর অল্প সময়ের মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে জানানো হলে ক্ষোভ প্রকাশ করেন টিকেট ক্রয় করতে আসা লোকজন। ভিক্ষুক ও মহিলাদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে কালোবাজারীরা টিকিট হাতিয়ে নিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন টিকেট বঞ্চিতরা। এরপর ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে তা দুপুরের মধ্যে শেষ হয়ে যায়।
সিলেট পর্বের ফিকচার (২৬ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি)
তারিখ- ম্যাচ- সময়
২৬ জানুয়ারি ২০২৪ রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স বেলা ২টা
২৬ জানুয়ারি ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ৭টা
২৭ জানুয়ারি ২০২৪ ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বেলা ১-৩০ মি.
২৭ জানুয়ারি ২০২৪ রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬-৩০ মি.
২৯ জানুয়ারি ২০২৪ সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বেলা ১-৩০ মি.
২৯ জানুয়ারি ২০২৪ খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬-৩০ মি.
৩০ জানুয়ারি ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স বেলা ১-৩০ মি.
৩০ জানুয়ারি ২০২৪ সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল সন্ধ্যা ৬-৩০ মি.
২ ফেব্রুয়ারি ২০২৪ সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকাবেলা ২টা
২ ফেব্রুয়ারি ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ানস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সন্ধ্যা ৭টা
৩ ফেব্রুয়ারি ২০২৪ ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সবেলা ১-৩০ মি.
৩ ফেব্রুয়ারি ২০২৪ সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬-৩০ মি.