সিলেটে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেখ হাসিনা হাল ধরেছিলেন বলে আ.লীগ দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৪, ১:৩১:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, গরীব অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি একটি ইতিহাস। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি দেশের স্বাধীনতা যুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। বক্তারা বলেন, আওয়ামী লীগ বাঙালি জাতিকে মুক্তি দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা শত বছরের গোলামী থেকে মুক্তি পেয়েছি আওয়ামী লীগ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফলে। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে জিয়াসহ ক্ষমতাসীনরা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। হত্যা, জেল-জুলুম, নির্যাতন করা হয়েছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলে আজ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাঁর নেতৃত্বেই দল এবং দেশ এগিয়ে যাচ্ছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম পুতুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার এমপি, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দে।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট নুরে আলম সিরাজী, এম কে শাফি চৌধুরী এলিম, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু , জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, ডা. নাজরা আহমদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত। জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
মহানগর আওয়াামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, মো. সানাওর, সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, ধর্ম সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তি যোদ্ধা সম্পাদক মো. জুবের খান, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, শ্রম সম্পাদক আজিজুল হক মন্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি, উপ- প্রচার সম্পাদক সুয়েব আহমদ, সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মো. আব্দুল আজিম জুনেল, এডভোকেট মো. জাহিদ সরোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান, জাফর আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমদ, ইলিয়াছ আহমদ জুয়েল, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসমা কামরান, তাঁতীলীগ সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত বুলবুল, ছাএলীগ সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, ফয়েজ খান পিয়ারা, মুহিবুর রহমান সাবু, সালাউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, আকতার হোসেন, সাজওয়ান আহমদ, দেলওয়ার হোসেন রাজা, আব্দুস সালাম সাহেদ, মো. ছয়েফ খান, সুয়েব বাছিত, এম.এ খান শাহীন, জাহিদুল হোসেন মাসুদ, জাহেদ আহমদ খান সায়েক, নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দেলওয়ার আল আজহার, শেখ সুরুজ আলম, মো. বদরুল ইসলাম বদর, চন্দন রায়, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, আহমেদ হান্নান, শফিকুল ইসলাম আলকাছ, শেখ সুহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমীম, বদরুল ইসলাম, গুলজার আহমদ জগলু প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, গীতা পাঠ করেন চন্দন দাস। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের জন্মলগ থেকে অদ্যাবদি যাঁদের অক্লান্ত পরিশ্রম, মেধা, রক্তের বিনিময়ে আওয়ামী লীগের গৌরবময় অর্জন ও সফলতা তাঁদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভার পূর্বে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মিলাদ, দোয়া এবং গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল গতকাল রোববার বাদ যোহর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, সদস্য সেলিম আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোমিন হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজির আলী নজই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন, জেলা যুবলীগের সদস্য মনসুর আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আইয়ুব হোসেন মেম্বার, যুবলীগ নেতা আলী আহমেদ রাজু, উপজেলা তাঁতী লীগের সভাপতি রুহুল ইসলাম মেম্বার, মুক্তাদির আলী মেম্বার,পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি লাকি নোমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ইমন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ইউনুস আলী। পরে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
সুনামগঞ্জ : জেলা প্রতিনিধি জানান, সুনামগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পৃথক দু’গ্রুপে। গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও তার অনুসারীরা। এসময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা সবুজ কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে।
এদিকে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। দুপুরে হোসন বখত চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেপু, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মাহবুবুল আলম শাহীন, শুভ বণিক, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ প্রমুখ।
শান্তিগঞ্জ : নিজস্ব সংবাদদাতা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আযোজন করে। গতকাল রোববার বিকেলে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, তেরাব আলী ও জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর : নিজস্ব সংবাদদদাতা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রোববার সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সিদ্দিক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান, বিজন কুমার দেব, ফিরোজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, যুবলীগ নেতা রাজীব চৌধুরী বাবু, শাহান আহমদ, নান্টু দাস, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, নূর জামাল প্রমুখ।
বিশ্বম্ভরপুর : নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক ভাবে দুই গ্রুপে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের পর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহা. রফিকুল ইসলাম তালুকদার।
বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. হোসেন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ দিলওয়ার হোসেন দিলু, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গনি, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান প্রমুখ।
অপর গ্রুপটি পুষ্প বাংলা প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মানিক, সাাবেক উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মহরম আলি, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক অলিমান তালুকদার, নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান সাজু, গৌরাঙ্গ দেবনাথ প্রমুখ।
ধর্মপাশা : নিজস্ব সংবাদদাতা জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দুই গ্রুপে পৃথক কর্মসূচির মাধ্যমে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজাপর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য শরিফ আহমেদ জুয়েল, সদর ইউপি সভাপতি এডভোকেট আরফান আলী, যুবলীগ সাধারণ সম্পাদক এডভোকেট ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম অপু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ,ছাত্র লীগ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
অপর গ্রুপের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, সহ সভাপতি ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, দিলিপ মজুমদার, সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আহমেদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আল আমিন প্রমুখ।
মৌলভীবাজার : নিজস্ব সংবাদদাতা জানান, নানা আয়োজনে মধ্য দিয়ে মৌলভীবাজারে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) প্রমুখ। আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে নেতাকর্মীরা র্যালি করেন ও কেক কাটেন।