শাহজালাল বিশ্ববিদ্যালয় গেইট থেকে দু’জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ৫:২৭:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গেট থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। তবে তারা শাবিপ্রবির ছাত্র নয় বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৩টার দিকে এ দু’জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
কোটা ইস্যুতে আন্দোলনাকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবারের কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’। ছাত্রজনতার উপর গণহত্যা, গণপ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে এ কর্মসূচি পালনের আহ্বায়ন জানায় আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদ।
কর্মসূচি পালনে বৃহস্পতিবার বেলা ২টার পর শাবি ফটকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ বিকাল ৩ টার দিকে তাদের সরি দেয়। এ সময় দুজনকে আটক করে করা হয়।
আজবাহার আলী শেখ বলেন, আটককৃতরা শাবি শিক্ষার্থী নয়, বহিরাগত।
এর আগে বুধবার (৩১ জুলাই) দুপুরে মহানগরের সুবিদবাজার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি-ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুলিশ ফাঁকা গুলি, টিয়ার সেল ও সাইন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবারের আন্দোলনকারীদের কর্মসূচি ছিলো- ‘মার্চ ফর জাস্টিস’। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওয়ানা হয়।
তারা সুবিদবাজার এলাকায় আসলে সড়কে পুলিশ ব্যারিকেট দেয়। শিক্ষার্থীরা তখন ব্যারিকেটটি ভেঙে বন্দরবাজার আসতে চাইলে পুলিশ ফের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং শিক্ষার্থীরা ইট-পাটকেল ও পুলিশ টিয়ার সেল-ফাঁকা গুলি নিক্ষেপ করে। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বন্দরবাজার আসতে পারেনি।
ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানায় পুলিশ। তবে শিক্ষার্থীদের দাবি- তাদের ২০ জন আহত হয়েছেন।