চিনি সিন্ডিকেটের অন্যতম হোতা যুবলীগ নেতা দিনার বড়লেখা থেকে গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২:০৮:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে ভারতীয় চিনি সিন্ডিকেটের অন্যতম হোতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীতে সশস্ত্র মহড়ার ঘটনায় আলোচিত সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক ছিলেন ইলিয়াস দিনার।
সূত্র জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার গা ঢাকা দেন। তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ূম বলেন, যুবলীগ নেতা দিনারের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তিনি জানান, দুপুরে এসএমপির কোতোয়ালী থানার একদল পুলিশ বড়লেখা গিয়ে দিনারকে সিলেটে নিয়ে যায়।
এসএমপির কোতোয়ালী থানার ওসি তদন্ত আকবর হোসেন জানান, কোতোয়ালী থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে একদল পুলিশ গিয়ে তাকে সিলেটে নিয়ে আসে। দিনারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।