দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৪:২৬:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ও সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃতরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন (৩৩) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ। পৃথক অভিযানে তাদের কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান নিজামকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি কোতোয়ালি মডেল থানায় গত ২০ আগস্ট দায়েরকৃত একটি মামলার (নং ১৫/৩৭০) আসামী। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
এদিকে, সুানমগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ(৪৪) কে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলার আমেরতলা গ্রামের খয়রুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এসএমপির শাহপরান(রহ.) থানায় মামলা রয়েছে। সিলেট র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।