১৩ ডিসেম্বর সিলেট আলীয়া মাঠে জামায়াতের কর্মিসম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৫:১৯:১৯ অপরাহ্ন
আগামী ১৩ ডিসেম্বর সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে কর্মিসম্মেলনের আয়োজন করেছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. মোঃ শফিকুর রহমান। এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
গত সোমবার সিলেট জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক শেষে এই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান প্রমুখ। সভায় ১৩ ডিসেম্বরের সম্মেলন সফল করতে জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি