লিডিং ইউনিভার্সিটিতে একাডেমিক রাইটিং বিষয়ক সেমিনার
জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৫:২৩:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে একাডেমিক রাইটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ গতকাল মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে Academic Writing and Research in Higher Education: The Global Perspective এর গুরুত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রাক্তন বিভাগীয় প্রধান, সাস্ট রাইটিং সেন্টারের ডিরেক্টর ড. হোসেইন আল মামুন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
অনুষ্ঠানের একপর্যায়ে দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসনের উপস্থাপনায় ডাক মাল্টিমিডিয়ার অডিশনে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে দানবীর ড. রাগীব আলী বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে।
কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সফল উদ্যোক্তা হতে হলে পড়াশোনার পর এ বিষয়ে আগে কাজ করে শিখতে হবে। অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপর ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর একটি কথা মনে রাখতে হবে, সততা এবং মানবতার সাথে কাজ করলে জীবনে একদিন না একদিন উন্নতি আসবেই।
সেমিনারে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিসেস তৌহীদা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক হুমায়রা মিজান।