সিলেটে নতুন আমেরিকান কর্নারের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৬:০৮:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেটে নতুন আমেরিকান কর্নার এর উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার সকালে সিলেট নগরীর মজুমদারিস্থ বিমান অফিসের ৪র্থ তলায় বৃহৎ পরিসরে আমেরিকান কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা স্টিফেন এফ ইবেলি ও দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং স্থানীয় অংশীদারদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করা এবং আমেরিকান মূল্যবোধ, আদর্শ, সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির বিস্তৃত চিত্র তুলে ধরতে কাজ করবে আমেরিকান কর্নার।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিভেন বলেন, সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। এটি এমন এক কেন্দ্র হিসেবে কাজ করবে, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদের সঙ্গে সংযোগ বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘস্থায়ী আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি কররে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন। এটি শিক্ষার উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করবে। যারা শিখতে এবং নিজেদের জনগোষ্ঠীতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়, নতুন প্রতিষ্ঠিত সিলেটের আমেরিকান কর্নারটি তাদের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।
বাংলাদেশ এবং আমেরিকার সরকারি কর্মকর্তারা, যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী এবং স্থানীয়রা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে ফিতা কেটে আমেরিকান কর্নারের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।