দক্ষিণ সুরমার আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৬:১০:৩১ অপরাহ্ন
জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা থেকে : দক্ষিণ সুরমায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের ঘরে ঘরে বইছে আনন্দের ঢেউ।
উপজেলার ৮টি ইউনিয়নে এবার ব্যাপক রোপা আমন ফলন হয়েছে। পাকা ধানের মৌ মৌ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে চিরাচরিত নিয়ম অনুযায়ী কৃষকরা আমন ধান কাটতে শুরু করেছেন।
কৃষকরা ধান কাটতে, শুকাতে, গোলায় তুলতে ব্যাস্ত সময় পার করছেন। আগামী এক মাসের মধ্যে পুরোদমে ধান কাটা শেষ হবে। তবে এক সাথে সারাদেশে ধান কাটা শুরু হওয়ায় শ্রমিক সংকট দেখা দিতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছেন।
এ বছর দক্ষিণ সুরমায় ৭ হাজার ৯৩০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৮ হাজার ১৯০ হেক্টর জমি। ধারণা করা হচ্ছে, এবার ৩৫ হাজার ১৩৫ মেট্রিকটন ধান উৎপন্ন হবে। বাম্পার ফলন হওয়ায় প্রতি হেক্টরে গড়ে ৪ হাজার ২০০ কেজি চাল উৎপাদন হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা গৌতম পাল জানান, গত বছর থেকে এবার ১০ হাজার ৬০০ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে।
২০ ভাগ ধান পেকে গেছে। দক্ষিণ সুরমার অধিকাংশ কৃষক আমন ধানের উপর নির্ভরশীল। এবার আমন আবাদে আবহাওয়া ভালো ছিল। তাই ভালো ফলন হয়েছে। পোকামাকড়ের আক্রমণও ছিল এবার খুবই কম।
সরকারি সুযোগ-সুবিধা পাবার কারণে ও বাজারে ধানের মূল্য ভালো থাকায় কৃষকরা উৎসাহিত হয়ে অনাবাদি জমিতে ধান চাষ করেছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে। এবার সরকার প্রতি কেজি ধানের দাম ৩৩ টাকা ও আতপ চাল প্রতি কেজি ৪৬ টাকা নির্ধারণ করেছে বলে জানান তিনি।