লিডিং ইউনিভার্সিটিতে চাকরি মেলা
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে দক্ষ করে তুলতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৬:৫৯:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, বেকারত্ব দূরীকরণে চাকুরি মেলা আয়োজন প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে দক্ষ করে তুলতে হবে।
গত মঙ্গলবার লিডিং ইউনিভার্সিটিতে চাকুরি মেলা-২০২৪ পরিদর্শন করলে তিনি এসব কথা বলেন। জার্নি মেকার জবসের আয়োজনে লিডিং ইউনিভার্সিটিতে চাকরি মেলার বিভিন্ন স্টল পরিদর্শনকালে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষতা অর্জনের উপরে গুরুত্বারোপ করে দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেন, বর্তমানে চাকুরির ধরণ ও কাজের বিষয়ের অনেক পরিবর্তন এসেছে।
শিক্ষার্থীদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে চাকুরীর বৈচিত্র্যময়, গতিশীল ও সম্ভাবনাময় বিষয় গুলো গ্রহণ করতে হবে। চাকুরিকে শুধু টাকা উপার্জনের উপায় মনে না করে দক্ষতা অর্জন ও নিজের সৃজনশীলতা বিকাশে মনোনিবেশ করতে হবে।
অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা, শিক্ষা বিস্তারের অগ্রদূত, মানবকল্যাণে নিবেদিতপ্রাণ দানবীর ড. রাগীব আলী আরো বলেন, যুগের সাথে এগিয়ে যেতে ইংরেজিতে দক্ষতা অর্জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাবলিক রিলেশন, এআই প্রযুক্তি, জৈব প্রযুক্তিসহ নতুন নতুন ক্ষেত্রে অবস্থান সৃষ্টি করতে হবে। যোগ্যতা থাকলে বিশে^র যেকোন দেশে চাকুরির সুযোগ রয়েছে।
মেলা পরিদর্শন কালে অন্যদের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের চাকরি মেলায় পেশাগত ক্ষেত্রে চাকরি প্রার্থী এবং নিয়োগকর্তাদের একত্রিত করে একে অপরের চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে দেশের প্রায় ২৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের ২০০টি শুন্যপদে নিয়োগ প্রদান করতে আসে।
ইভেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল এডুকেশন এট গোল্ড স্পন্সর অর্কিড এসোসিয়েট এবং সিলভার স্পন্সর হিসেবে ছিল অফস্পেস ডিজিটাল এজেন্সি, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল, ই-মার্জ বাংলাদেশ, স্ট্যালিয়নস গ্রুপ কনসালটেন্সি, এডুকোয়েস্ট, সিঙ্ক আইটি, ফেইথ আইটি এবং নেভিগেটর বাংলাদেশ। চাকরি মেলার সার্বিক তত্বাবধানে ছিল লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাব।