ছাতকে অস্ত্রসহ ৪ ডাকাত সেনাবাহিনীর হাতে আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৫:৫৫:৫৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সুরক্ষা সামগ্রীসহ ৪ ডাকাত ও তাদের বহনকারী একটি নোহা গাড়ি ও গাড়ি চালককে আটক করেছে সেনাবাহিনী।
গত বৃহস্পতিবার রাতে ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েবের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের পেপার মিল রাস্তা থেকে অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলো- উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জাহাঙ্গীর আলম ও রবিউল আলম, আমজাদ আলীর পুত্র মুরাদ আহমদ, আব্দুল ওয়াহিদের পুত্র আজির আলী ও গাড়ি চালক জালালাবাদ থানার লালারগাঁও গ্রামের মনছর আলীর পুত্র খোয়াজ আলী।
এ সময় নোহা মাইক্রো গাড়ি (নং ঢাকা মেট্রো চ- ৫১-৩৯১৪), ৪টি মোবাইল, বড় আকারের ১০টি ছোরা, ৩টি দা, ৫টি বল্লম ৩টি সুলফি,৭টি নিগার্ড উদ্ধার করে জব্দ করা হয়েছে। ক্যাপ্টেন শোয়েব জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ডাকতদের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।