পেস বোলার জেইডেন সিলসের অনবদ্য রেকর্ড
বাংলাদেশ ১৬৪ রানে অল আউট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:৩৫:৩৪ অপরাহ্ন
ওপেনার সাদমান ইসলাম শুধুমাত্র টেস্ট ম্যাচের মানসিকতা নিয়ে খেলেছেন। ধৈর্যের পরিচয় দিয়ে ৬৪ রান করেছেন ১৩৭ বল খেলে। শাহাদাত, মিরাজ ও তাইজুল চেষ্টা করেছেন কিন্তু ১৬৪ রানেই শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
ক্যারিবিয়ান পেস বোলার জেইডেন সিলস অসাধারণ রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ১৫ ওভার ৫ বল করে মেডেন পেয়েছেন ১০ ওভার। মাত্র ৫ রানের বিনিময়ে লাভ করেছেন ৪ উইকেট।
এর আগে এ রকম রেকর্ড গড়েছিলেন ইন্ডিয়ান স্পিনার নাদকার্নি ১৯৬৪ সালে। ইংল্যান্ডের বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৩২-২৭-৫-০। তিনি অবশ্য কোন উইকেট পান নি।
বাংলাদেশের ব্যাটাররা আসলে ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলারদের খেলতেই পারেন নি। সিলস ছাড়া শামার জোসেফ ৩টি, কেমার রুচ ২টি এবং আলজারি জোসেফ নিয়েছেন ১টি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে খেলতে নেমে মিকাই লুইসের উইকেট হারিয়েছে। দলের ২৫ রানে নাহিদ রানার বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান।
কাল খেলার শুরুতেই উইকেটে ঝড় তুলেন নাহিদ রানা। প্রথমে ব্রাথওয়েট পরে কেভাম হজকে বিদায় করে দেন।
নাহিদ রানার জোড়া আঘাতের পর উইকেট উদযাপনে যোগ দেন তাসকিন। ২ রান করা আলিক অ্যাথানাজেকে নিচু হওয়া এক বলে বোল্ড করে দেন তিনি।
হাসান মাহমুদ ও তাইজুল আরো ৩টি উইকেট শিকার করলে চরম বিপর্যয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চ ব্রেকে তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৩৫ রান। নাহিদ ৪টি, হাসান ২টি ও তাইজুল পেয়েছেন ১ উইকেট।