গোলাপগঞ্জে বিএনপির প্রতিবাদ সভায় নিপুণ রায়
শেখ হাসিনার দোসররা সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৪:৪২:৫৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা এখনো একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায়। কোন অবস্থায় তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে জাতি আজ ঐক্যবদ্ধ।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকাদক্ষিণে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ভারতীয় আগ্রাসন এবং পতিত স্বৈরাচার কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টের যড়যন্ত্রে প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় ঢাকাদক্ষিণ বাজারে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাম কিবরিয়া, কফিল আহমদ, বদরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সিলেট জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন আহমদ, সিলেট জেলা যুবদলের আবুল কালাম খোকন, উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম কলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রুবেল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল,শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল ইসলাম গেদা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুমেল আহমদ প্রমুখ।