বিবি ট্রাস্টের উপহারের ঘর পেলেন দক্ষিণ সুরমার সাজু মিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৫:৩৯:২৫ অপরাহ্ন
১২ বছর ধরে গৃহহীন ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সুনামপুর গ্রামের সাজু মিয়া। নিজের পৈতৃক ভিটা থাকলেও অর্থাভাবে গৃহ নির্মাণ করতে না পেরে এতদিন বিভিন্ন জায়গায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় থাকতে হতো। সাজু মিয়া এই আকুতি তুলে ধরেন ছাত্রদল নেতা আবিদ নুরের কাছে।
পরে সাজু মিয়ার এই আকুতির কথা বিবি ট্রাস্টকে জানান আবিদ। বিষয়টি শুনে সাজু মিয়াকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রæতি দেন বিবি ট্রাস্টের প্রতিষ্ঠাতা বেগম রওশন আরা বিবি। শুরু হয় নির্মাণ কাজ। মাস খানেকের মধ্যেই সাজু মিয়াকে দৃষ্টিনন্দন একটি পাকা ঘর নির্মাণ করে দেয় বিবি ট্রাস্ট।
গত ৬ ডিসেম্বর বাদ জুমআ আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করেন বিবি ট্রাস্টের প্রতিষ্ঠাতা বেগম রওশন আরা বিবি এবং তার স্বামী বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
এ সময় তিনি বলেন, বিবি ট্রাস্ট এলাকার মানুষের কল্যাণে কাজ করছে। ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো কাজ চলমান থাকবে। তিনি বলেন, শুধু গৃহ নির্মাণ নয়, টিউবওয়েল প্রদান, শীতবস্ত্র বিতরণ, রমজান ও ঈদে খাদ্যসামগ্রী বিতরণ, যেকোনো দুর্যোগে সহযোগিতা এরকম মানবিক কাজ করে যাচ্ছে বিবি ট্রাস্ট।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী হুসেন, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বাসিত চৌধুরী, বিএনপি নেতা আজাদ মিয়া, ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলী, সহ সভাপতি মুস্তফা মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও এলাকার বিশিষ্ট মুরব্বিসহ যুবসমাজ।
এদিকে, এ রকম একটি সুন্দর ঘর পেয়ে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হতদরিদ্র সাজু মিয়া। পরে দোয়া পরিচালনা করেন সুনামপুর পশ্চিম জামে মসজিদের ইমাম।-বিজ্ঞপ্তি