ধর্মপাশায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ১:১৩:৫৩ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: ধর্মপাশা ও মধ্যনগরে সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। সরিষার মৌ মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা। সরিষার ক্ষেতে মৌ চাকের মাধ্যমে মধু উৎপাদন অব্যাহত রয়েছে। চলতি বছর সরিষার বাম্পার ফলন দেখে অন্য কৃষকরাও উৎসাহিত হয়েছেন।
ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৭১৬ একর জমিতে সরিষা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষমাত্রার চেয়ে আরো ৮৪ একর বেশি অর্জিত হয়েছে। উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর সঠিক সময়ে সরকারি প্রণোদনার আওতায় ৩৩০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া, কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। এর ফলে উপজেলায় তেল ফসলের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রায় ১০০ কোটি টাকার সরিষা উৎপাদন হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার।
উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সরিষা চাষী শাহ আলম বলেন, হাওরে অনাবাদি পতিত জমিতে সরিষার আবাদ করেছি। পাশাপাশি ঐ জমিতে ১০০ টি মধু চাষের জন্য মৌ মাছির বক্স স্থাপন করেছি। এতে চলতি বছর ১ হাজার ৫০০ কেজি মধু উৎপাদন করতে সক্ষম হবো।
হলিদাকান্দা গ্রামের সরিষা চাষী সাইদুল ইসলাম জানান, প্রণোদনার বীজ পেয়ে সঠিক সময়ে বপন এবং পরিচর্যা করায় ভাল ফলন হয়েছে। আশা করি লাভবান হতে পারবো।