ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ শীঘ্রই শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৪:৪৬:১৬ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ রেলপথের ডিজি মোঃ আফজাল হোসেন বলেছেন, ছাতক-সিলেট রেললাইনের সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে। তিনি বলেন, ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ফেব্রæয়ারী থেকেই কাজ শুরু হয়ে পরবর্তী দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে।
ডিজি আফজাল হোসেন গতকাল শুক্রবার বিকেলে ছাতক এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান। এ প্রকল্পে ব্যয় হবে ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকা।
২০২২ সালের স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় ছাতক-সিলেট রেললাইনটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। ফলে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। রেলপথটি সংস্কারের লক্ষ্যে ২০২৩ সালে একটি প্রকল্প হাতে নেয়া হয়।
বর্তমান অন্তর্বর্তী সরকার প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।
গতকাল বিকেলে ছাতক রেলওয়ে ষ্টেশন পরিদর্শনকালে ডিজি মোঃ আফজাল হোসেন-এর সাথে ছিলেন রেলওয়ের মহা ব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন, প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া, ডি.আর.এম. আরিফ মহি উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ছাতকবাজার আহসান হাবিব, চীফ কমান্ডড্যান্ট আছাবুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর নুর সহ কর্মকর্তাবৃন্দ।
এদিকে, দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ছাতক কংক্রিট ¯িøপার কারখানাটি পুনরায় চালুর লক্ষ্যে ডিজি আফজাল হোসেন উৎপাদন প্রক্রিয়ারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজ শনিবার বিকেলে ডিজি আফজাল হোসেনের ভোলাগঞ্জ রোপওয়ের বাংকার (পাথর লোডশেডিং পয়েন্ট) পরিদর্শনের কথা রয়েছে।