শেখ হাসিনা খালিপেটে চোরের মতো পালিয়েছেন : টুকু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০১:২০ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা ॥ শেখ হাসিনা খালি পেটে চোরের মতো পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন উপরওয়ালা একজন আছেন। তার বিচার যে কত কঠিন তার প্রমাণ হয়েছে গত ৫ আগস্ট। সেদিন শেখ হাসিনাকে গণভবনের তৈরি করা খাবার ফেলে দিয়ে খালিপেটে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। আর সে খাবার খেয়েছিল বাংলাদেশের নির্যাতিত জনতা। এটাই আল্লাহর বিচার।
গতকাল শনিবার বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহীনের উদ্যোগে সদর উপজেলার শেরপুর বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আল্লাহ যদি সম্মান দেয় কেউ আটকাতে পারে না। বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন স্পেশাল প্লেনে আর হাসিনা পালিয়েছেন কার্গো প্লেনে। যে প্লেনে মাল বহন করে সেই প্লেনে হাসিনা পালিয়ে গেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, গত ১৬ বছরের ইতিহাস বিএনপির আন্দোলনের ইতিহাস। আমাদের কর্মীদের হত্যা করার ইতিহাস। এই ১৬ বছর বাংলাদেশ ছিল একটা বড় জেলখানা। মানুষ কথা বলতে পারেনি। আনন্দে ঘুমাতে পারেনি। আমাদের কর্মীরা গাছে উঠে কোমরে গামছা বেধে গাছের ডালে ঘুমিয়েছিল। আজকে হাসিনা নেই। কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নেই। আমরা যদি মনে করি, সব জয় হয়ে গেছে তা হলে ভুল করবেন। আরো কঠিন সময় সামনে বিএনপির জন্য অপেক্ষা করছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহদে শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গৌছ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্ববায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত ,বকশী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু ও মনোয়ার আহমেদ রহমান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েছ, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া প্রমুখ।